আমুদরিয়া নিউজ : আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হওয়ায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদহে গিয়েছেন তিনি। সেখানে পৌঁছে তিনি বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট নই। আমাদের হাতে মামলাটা থাকলে ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম।
আমাদের হাত থেকে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম, আমরা না পারলে সিবিআইকে দিতে। এই নরপিশাচদের বেঁচে থাকার অধিকার নেই। আমি এই রায়ে সন্তুষ্ট নই।