আমুদরিয়া নিউজ : আত্মহত্যা না, মাকে, বাবা খুন করেছে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন, ওই মহিলা। ছবি এঁকে পুলিশকে এই কথাই বোঝাল, কন্যা শিশু। এমনকি লিখেও বলার চেষ্টা করল যে বাবাই মায়ের খুনি। ঘটনাটি মধ্যপ্রদেশের ঝাঁসির। ছবির সুত্রেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।
