আমুদরিয়া নিউজ : ১১২ ফুটের দুর্গাপুজো করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল নদীয়ার ক্লাব। শুধু তাই নয়, রানাঘাটের ওই ক্লাব, কামালপুর অভিযান সঙ্ঘ পুজোই করবে না বলে জানা গিয়েছে। ওই পুজোর মূর্তি উচ্চতার কারণে জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় একটি মামলা হয়। তা মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু, জেলা প্রশাসনের কাছে আবেদন করলেও নিরাপত্তার কারণে অনুমতি দেয়নি। এই অবস্থায়, টাকার অবাবে মামলা চালানো যাবে না বলে জানায় পুজো কমিটি। তারা পুজোও করবে না বলে জানিয়েছে।