আমুদরিযা নিউজ : অভিযোগ জানাতে কার কাছে যাবেন! কানপুরের এক ভদ্রলোকের প্রশ্ন এটাই। তিনি তাঁর স্ত্রীর সাথে নানা সমস্যা হওয়ায় থানায় অভিযোগ করেন। তার পরে কদিন যেতেই দেখেন স্ত্রী কার সাথে গভীর রাত অবধি মোবাইলে চ্যাট করছেন। পরে মোবাইল চেক করে তিনি হতবাক। এখন তিনি ওই থানার দারোগার বিরুদ্ধে অভিযোগ করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তিনি অভিযোগ করছেন, ওই দারোগাই রাতে তার স্ত্রী-এর সঙ্গে অশ্লীল কথাবার্তা চালাচ্ছেন।