আমুদরিয়া নিউজ : তাঁদের নাতি-নাতনির সংখ্যা ৫৪। নাতি-নাতনিদেরও আবার সন্তান রয়েছে। তাঁরা হলেন স্বামী ম্যানোয়েল ডিনো এবং স্ত্রী মারিয়া ডি’সুজা। ১৯৪০ সালে দুটি হাত এক হয়েছিল তাঁদের। সেই থেকে এখনও পর্যন্ত ৮৪ বছর ৭৭ দিন সংসার করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান দম্পতি। বয়সের ভারে বর্তমানে শয্যাশায়ী দুজনেই। তাঁদের ১০০ জনের পরিবার সব মিলিয়ে সুখেই দিন কাটাচ্ছেন তাঁরা।
