আমুদরিয়া নিউজ : ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছিল ১১ বছরের এক নাবালিকা। প্রথমে বিষয়টি ধরা পড়েনি। ৩০ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে ধরা গেল তা। কিন্তু, ভারতে ২০ সপ্তাহ পেরোলে গর্ভপাতের অনুমতি নিতে হলে আদালতে যেতে হবে। তাই আদালতে গেলেন পরিবারের লোকজন। ১১ বছরের বালিকার মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে ৩০ সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নাবালিকার বাবা। সেই অভিযোগের তদন্তের জন্য ডিএনএ টেস্টিংয়ের প্রয়োজনে ভ্রূণের রক্ত এবং টিস্যু সংরক্ষণের নির্দেশও দিয়েছে বম্বে হাইকোর্ট। সরকারি হাসপাতালে গর্ভপাত করানোর নির্দেশ দিয়েছে আদালত।