আমুদরিয়া নিউজ : তদন্তের অছিলায় এক মহিলাকে ডেকে পাঠিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত পুলিশ অফিসারকে জেলে পাঠাল আদালত। মঙ্গলবার জলপাইগুড়ির আদালত ওই আদেশ দিয়েছে। তবে অভিযুক্ত এসআইয়ের দাবি, তিনি নির্দোষ। পুলিশ জানায়, গত শুক্রবার ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন শিলিগুড়ির এক মহিলা। তিনি অভিযোগ করেন, তদন্তের জন্য তাঁকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁকে শিলিগুড়ি মহিলা হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।