আমুদরিয়া নিউজঃ উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ে আনাগোনা শুরু হয়েছে শীতের অতিথিদের। এরা পরিযায়ী পাখি বলে পরিচিত হলেও আমাদের কাছে শীতের অতিথি। আর এই পরিযায়ী পাখিদের নিয়ে উৎসাহিত প্রকৃতি প্রেমীদের থেকে শুরু করে সাধারণ মানুষ। এবছরও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ির মহানন্দা নদীতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এসেছে। এছাড়া মহানন্দা ব্যারেজের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রঙের ও আকৃতির পরিযায়ী পাখি ঘন্টার পর ঘন্টা মহানন্দা নদীতে ও বিভিন্ন জলাশয়ে অবস্থান করছে। রুডিসেল ডাক, রিভার ল্যাপ উইং সহ আরও অনেক প্রজাতির পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটেছে এখানে।
সাইবেরিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তিব্বত, মঙ্গোলিয়া প্রভৃতি শীত প্রধান দেশ থেকে এই সব পরিযায়ী পাখিরা আসে বলে পক্ষী বিশেষজ্ঞরা জানিয়েছেন। আর অত্যন্ত সুন্দর এই অতিথিদের দেখতে পাখি প্রেমীদের ভিড় দেখা যাচ্ছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মতে, মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় থাকা পার্কে প্রচুর গাছপালা লাগানোর ফলে আগের থেকে পাখি বেশি আসছে।পাশাপাশি এলাকায় কোলাহল কম। পাখিদের যাতে কেউ বিরক্ত না করে,এলাকার মানুষ সেদিকে নজর রাখে। দূরদূরান্ত থেকে আসা এতসব সুন্দর পাখি কয়েক মাস এই এলাকায় থাকে। এতে তারাও আনন্দিত।