আমুদরিয়া নিউজ : গত কয়েক দিনের বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। রবিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেলে স্পেনের রাজা, রানি ও প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কাদা ছুঁড়ে মারলেন ক্ষিপ্ত জনতা। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ভ্যালেন্সিয়ার আঞ্চলিক প্রধান কার্লোস মেজন জনতার এই রোষের মুখে পড়েন। ঘটনার পরপরই তাদের নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তারক্ষীরা। বন্যা দুর্গতদের উদ্ধারকাজে ধীরগতির কারণে রাজা, রানি ও প্রধানমন্ত্রীর সামনে ‘হত্যাকারী’ বলে চিৎকার করেন প্রতিবাদীরা।