আমুদরিয়া নিউজ ব্যুরো : স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে বেল্ট, লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে স্বামী। তার পরে দেহটি বিছানায় শুইয়ে রেখে হাঁট অ্য়াটাক বলে চালানোর চেষ্টা করেছিল। কিন্তু, নাচের শিক্ষিকা তথা মৃতার বন্ধুদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তদন্তে নামে। তার পরেই খুনের প্রমাণ পায়। অভিয়ুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
মৃতার নাম নবশ্রী। তিনি বেঙ্গালুরু শহরের একটি উপনগরীর বাসিন্দা ছিলেন। বয়স ২৫ বছর। তাঁর স্বামীর নাম কিরণ তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। নবশ্রী নাচের শিক্ষিকা হিসেবে এলাকায় ভীষণ জনপ্রিয় ছিলেন। তাঁর ছাত্রছাত্রীরা শোকে ভেঙে পড়েছে। নবশ্রীর বন্ধুরা পুলিশকে জানিয়েছে, মৃত্যুর আগের দিন নবশ্রী মেসেজ করে বন্ধুদের লিখেছিল তাঁর উপরে অত্যাচার হচ্ছে।