আমুদরিয়া নিউজ : স্বামী-স্ত্রী বাসে পাশাপাশি বসেছিলেন। স্বামী পান মশলা মুখে দিয়ে চিবোচ্ছিলেন। একটা সময় পিক ফেলার দরকার হয়। তিনি সিট তেকে উঠে দরজার সামনে গিয়ে পিক ফেলার চেষ্টা করেন। সে সময়ে নিয়ন্তচ্রণ হারিয়ে বাস থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম জীবন রাম। তিনি লখনউয়ের চিনহাট এলাকার বাসিন্দা। তার স্ত্রী সাবিত্রীও ওই বাসে ছিলেন।