আমুদরিয়া নিউজ : ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগানের কাছে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম চিতাবাঘটি মারা গেল। বৃহস্পতিবার রাতে চিতাবাঘটি জখম হয়। তাকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার চেষ্টা চলে। সেটি আজ সকালে মারা গিয়েছে। মৃত চিতাবাঘটির বয়স দেড় বছরের কাছাকাছি।
জাতীয় সড়কে পারাপারের সময় চিতাবাঘের জখম হওয়া বা মারা যাওয়াটা নতুন কিছু নয়। কয়েক মাস আগে কমলা চা বাগান এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতাবাঘের। গত ডিসেম্বরে আরেকটি চিতাবাঘ গাড়ির ধাক্কায় মারা যায়।