আমুদরিয়া নিউজ : ভিয়েতনামে বেড়াতে গিয়ে বিষ-মদ খেয়ে আবারও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবারের ঘটনা। এই নিয়ে কয়েক মাসের মধ্যে ভিয়েতনামের লাওসে বেড়াতে গিয়ে ৬ জন তরুণীর মৃত্যু ঘটল বিষ-মদ খেয়ে। সম্প্রতি যে তরুণীর মৃত্যু হয়েছে তিনি অষ্ট্রেলিয়ার বাসিন্দা ছিলেন। এর আগে একজন ব্রিটিশ তরুণী, দুজন ডেনমার্কের তরুণী এবং একজন আমেরিকান তরুণীর মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে, তাঁরা যেকানে উঠেছিলেন, সেখান থেকে নাউট আউটে বেরোনোর আগে বিনামূল্যে দেওয়া নেশার পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই মিথানল মেশানো পানীয় খাওয়ানো হয়েছিল বলে সন্দেহ।
ঘটনা হল, এই মিথানল মিশিয়েই চোলাই, দেশি মদ ঘরোয়াভাবে তৈরি করা হয় বলেই অনেক জায়গায় মৃত্যুর ঘটনা ঘটে। সম্প্রতি ভারতের বিহারেও বিষ-মদে ৫০ জনের মৃত্যু হয়েছে। একইভাবে ভিয়েতনামেও সস্তায় বা বিনামূল্যে নেশার পানীয় দিয়ে পর্যটকদের টানতে মিথানল মেশানো হচ্ছে বলেও মনে করা হচ্ছে। ভিয়েতনামের পুলিশ তদন্তে নেমেছে।