আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের পঞ্চবীর হিন্দি হাই স্কুল মাঠে আয়োজিত হলো খেলবো মৈয়া কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। জেলাশাসক আর বিমলা জানান চা বাগানের শ্রমিকদের অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের। তাদের মূখ্য ভাষা হলো সাদরী। এই ভাষায় উচ্চারিত খেলবো মৈয়া কথার অর্থ হলো মেয়েদের খেলতে দাও। জেলাশাসক আরও বলেন চা বাগানের কিশোরী মেয়ে ও মহিলাদের বিভিন্ন লোক ক্রীড়ায় অংশগ্রহণ করিয়ে তাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি। জেলার প্রতিটি চা বাগানে এই কর্মসূচি আয়োজিত হবে। ক্রীড়ায় অংশগ্রহনকারী প্রত্যেক কিশোরী ও মহিলাদের পুরস্কৃত করা হয় এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। যেসব বিষয়ে সচেতন করা হয় সেগুলি হলো স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্প, মানব পাচার, বাল্য বিবাহ, শিশু শ্রম প্রভৃতি। এদিন কালচিনি চা বাগানের প্রায় আটশতাধিক কিশোরী ও মহিলা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।