আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের তিনটি চা বাগানের চারশো আটত্রিশ জন চা শ্রমিকের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত ঘরের চাবি তুলে দিলেন জেলাশাসক আর বিমলা। চা শ্রমিকদের মাথায় ছাদ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প এই চা সুন্দরী। এই প্রকল্পে চা শ্রমিকদের জন্য পাকা আবাসন নির্মান করে তা তুলে দেওয়া হচ্ছে চা শ্রমিকদের হাতে। মাদারীহাট থানার মুজনাই চা বাগানের একশো সত্তর জন, বীরপাড়া থানার ঢেকলাপাড়া চা বাগানের একশো একান্ন জন ও লঙ্কাপাড়া চা বাগানের একশো সতেরো জন চা শ্রমিকের হাতে ঘরের চাবি তুলে দিয়ে জেলাশাসক আর বিমলা জানান মুখ্যমন্ত্রী জানুয়ারি মাসের তেইশ তারিখ কালচিনির সুভাষিনী চা বাগান ময়দানের সভা থেকে এই ঘর গুলির ভার্চুয়ালি দ্বারোদঘাটন করেছিলেন। এই ঘর গুলির চাবি আনুষ্ঠানিকভাবে এদিন চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এর আগে প্রথম ধাপে এগারশো সাতাশটি ঘর বিলি করা হয়েছে। এদিন দ্বিতীয় ধাপে চারশো আটত্রিশটি ঘর বিলি করা হলো। তৃতীয় ধাপে আরও চৌদ্দশো চারটি ঘরের নির্মান কাজ চলছে, এগুলিও খুব দ্রুত শ্রমিকদের মধ্যে বিলি করা হবে। উল্লেখ্য লঙ্কাপাড়া ও ঢেকলাপাড়া চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই দুটি চা বাগানের কর্মহীন অনেক চা শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। এ বিষয়ে বিরোধীরা লাগাতার তোপ দাগছে রাজ্য সরকার কে। আগামী বিধানসভা ভোটে চা শ্রমিকদের মন পেতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সেগুলির সুফল কতটা পাওয়া যাবে তা বলবে সময় এই মত ব্যক্ত করেছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকগন। উপস্থিত ছিলেন মাদারীহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্পো, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, অতিরিক্ত জেলাশাসক ভূমি সংস্কার নৃপেন্দ্র কুমার সিং, মাদারীহাটের বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম