আমুদরিয়া নিউজ : হাঁটতে হাঁটতে নিখোঁজ হয়ে যায় সাধের সারমেয়। মালিক ভেবেছিলেন আর বোধ হয় কোনও দিনও দেখা পাবেন না পোষা কুকুরের। কিন্তু নিজেই নিকটবর্তী থানায় গিয়ে আশ্রয় নিল সে। পুলিশকর্মীরাই মালিকের হাতে তুলে দেন তাকে। ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা ৬৮ বছর বয়সি হারপার ৩ নভেম্বর হাঁটতে বেরিয়েছিলেন রোসি নামের কুকুরটিকে সঙ্গে নিয়ে। তখনই সেখানে বাজি ফাটানো শুরু করেন কয়েক জন। সেই শব্দেই ভয় পেয়ে পালিয়ে যায় রোসি। রাস্তা চিনে বাড়ি না ফিরতে পারলেও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কুকুরটি চলে যায় নিকটবর্তী থানায়। থানার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একা একাই দরজা দিয়ে ঢুকে আসছে কুকুরটি। কুকুরটির গলায় যে গলাবন্ধ ছিল, তাতে লেখা ছিল হারপারের নাম ও ঠিকানা। সেই ঠিকানা দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় থানার পক্ষ থেকে।
