আমুদরিয়া নিউজ : এক তরুণীর সঙ্গে বেশ কিছুদিনের প্রেম তরুণটির। দুজনের পরিবারের মধ্যে যোগাযোগের পরে বিয়ের দিনও ঠিক হয়। কিন্তু, তরুণী তাঁর পোষ্য কুকুরটিকে বিয়ের পরে শ্বশুরবাড়ি নিয়ে যেতে চান। শাশুড়ি রাজি হননি।
তাঁর যুক্তি, হবু শাশুড়ির বাড়িতে আগে থেকেই একটি কুকুর আছে। তরুণীটি বোঝান, দুটি কুকুর হয়ে গেলে তিনি দুটিরই দেখাশোনা করবেন। তাতেও হবু শাশুড়ি রাজি হননি। এর পরে তরুণীটি বিয়ে ভেঙে দেন। প্রিয়াঙ্কা নামের এক তরুণী নিজের এক্স হ্যান্ডেলে এ কথা জানান। তা নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড়।