আমুদরিয়া নিউজ: আর.জি. কর ঘটনার বিচার চেয়ে শনিবার রাত থেকে কলকাতার ধর্মতলায় আমৃত্যু অনশনে বসেছেন ছ’জন জুনিয়র ডাক্তার। এ বার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়লো তার প্রভাব। রবিবার ২৪ ঘণ্টার ‘প্রতীকী’ অনশনে বসলেন ১৭ জন জুনিয়র ডাক্তার। যত দিন না পর্যন্ত তাঁদের দাবি পূরণ হচ্ছে, আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন তাঁরা। এমন কি এর পর থেকে রিলে অনশনে বসবেন বলেও জানিয়েছেন।
শনিবারই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তারেরা। সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে তাঁরা কাজে ফিরবেন। কিন্তু আন্দোলন জারি রাখতে অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের তরফে কৌস্তভ চক্রবর্তীর কথায়, রোগীদের কথা মাথায় রেখে কর্মবিরতি তুলে নিলেও দাবি পূরণ না হওয়া অবধি প্রতীকী অনশনে অনড় থাকছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকেই প্রতিদিন ১-২ জন করে অনশনে থেকে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।