আমুদরিয়া নিউজ : নানা অভিযোগ থাকায় ভোটের মুখে ঝাড়খণ্ডের ডিজি অনুরাগ গুপ্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার সকালে কমিশন ওই নির্দেশ দিয়েছে রাজ্য প্রসাসনকে।
এদিনই সন্ধে ৭টার মধ্যে রাজ্যের আইপিএসদের থেকে সিনিয়র মোস্ট কাউকে ওই পদে বসানোর নির্দেশ দিয়েছে। আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডে ভোট।