আমুদরিয়া নিউজ ডেস্কঃ আরজি করের মত ঘটনায় চরম অপেশাদারিত্ব নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল সিবিআইকে। আজ আরজিকর কান্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়কে ভার্চুয়ালি শিয়ালদা আদালতে পেশ করা হয়। সেখানে ধৃতের আইনজীবী সঞ্জয় রায়ের জামিনের আবেদন করেন। পালটা বক্তব্য জানার জন্য সিবিয়াইয়ের আইনজীবীকে বলতে বলেন বিচারক। কিন্তু আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী। এক সময় এক মহিলা আইনজীবী উঠে দাঁড়ালে বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন তিনি সিবিআইয়ের আইনজীবী কিনা। মহিলা আইনজীবী তিনি তাঁর জুনিয়ার। এরপর তাঁকে তাঁর সিনিয়ার আইনজীবীকে উপস্থিত হওয়ার জন্য ফোন করতে বলেন। তিনি বাইরে গিয়ে ফোনও করেন, কিন্তু সিবিআইয়ের আইনজীবী ফোন তোলেন নি। শেষে ১০ মিনিট সময় দিয়ে আইনজীবী যেখান থেকে পারে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। পরবর্তীতে অভিযুক্ত সঞ্জয় রায়ের ফের ১৪ দিনের জেলা হেফাজত দেওয়া হয়৭।
আরজিকর কান্ডের মত গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই আইনজীবীর এমন অপেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উথতে শুরু করেছে।