আমুদরিয়া নিউজ : বিয়ের চারদিন আগেই বাবার গুলিতে মৃত্যু হল ২০ বছরের তরুণীর। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি ছেলের সঙ্গে ছয় বছর ধরে সম্পর্ক ছিল তরুণীর। প্রথমে রাজি থাকলেও পরে অন্যত্র বিয়ে ঠিক করেন মেয়ের বাবা। তার পরেই ওই তরুণী সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান,,জোর করে অপছন্দের পাত্রের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হচ্ছে। পরে তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ ও পঞ্চায়েতের সদস্যরা। এর পরেই তাঁর বাবা মেয়ের বুকে গুলি চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যু নিশ্চিত করতে এর পর তাকে গুলিতে ঝাঁঝরা করে দেন তাঁরই দাদা। তরুণীর বাবাকে সেখানেই গ্রেফতার করা হয়, তবে তাঁর দাদা পলাতক ।