আমুদরিয়া নিউজ : আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম, সংকোশ বনবস্তি, চেংমারি বিট, ভল্কা রেঞ্জ এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে বন দপ্তর।
উল্লেখ্য এসব এলাকার পরীক্ষার্থীদের বন পথ ধরে সাইকেলে করে আসতে হয় পরীক্ষা কেন্দ্রে।বন পথে প্রায়ই দেখা মেলে বুনো হাতি ও অন্যান্য প্রাণীদের। পরীক্ষার্থীদের উপর বন্য প্রাণীদের হামলার মতো ঘটনা এড়াতে বন কর্মীরা সকাল থেকেই বন পথ গুলিতে কড়া নজর রাখছেন। কোথাও কোথাও হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বনপথে কড়া পাহাড়া দিচ্ছেন বনকর্মীরা।
বন দপ্তরের গাড়ি করে ঐসব এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বন দপ্তরের কর্মীরা। এই ব্যবস্থায় খুশী পরীক্ষার্থীদের অভিভাবকগণ। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে পরীক্ষার কদিন এই ব্যবস্থা বহাল থাকবে।