আমুদরিয়া নিউজ ডেস্কঃ সপ্তমতম প্রতিস্থা দিবস পালিত হল কোচবিহার জেলার সুকটাবাড়িতে আল হোসেন মিশনের। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ওই মিশনে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ, নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান বজলে রহমান, মাদ্রাসা বোর্ডের সদস্য রসিদুল ইসলাম, সমাজসেবী ও ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, সুকটাবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান আলেয়া বিবি, সমাজসেবী নূরজামাল হক সহ অন্যান্যরা। উদ্বোধনী ভাষণ দেন বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং শিক্ষা ক্ষেত্রে মিশনের প্রয়োজনীয়তার উপর বক্তব্য রাখেন বজলে রহমান।
ভিডিও দেখুন এখানে : https://youtu.be/LlNLmtZBXls
ছাত্র-ছাত্রীদের দ্বারা কবিতা পাঠ ,গজল ও বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। মিশনের প্রধান শিক্ষক নুর ইসলাম ও সম্পাদক রিয়াজুল হক জানান , ‘প্রতি বছরের ন্যায় আজকেও ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল, আগামীতে যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশিও অন্যান্য বিষয়ে পারদর্শী হতে পারে সেই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান । বিশেষ উল্লেখ্য যে, এদিনের এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল তুলে দেয়া হয়।’ আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা থেকে আগত ফায়ার অফিসাররা ও শুকটাবাড়ি ইকরাম মিয়া হাই মাদ্রাসা শিক্ষক রজব আলী সহ মিশনের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।