আমুদরিয়া নিউজ : প্রেমিকার বয়স বেশি। প্রেমিকের বয়স ১৮ বছরের কম। কিন্তু প্রেম কি তাতে আটকায়! চলছিল।
তার পরে একদিন প্রেমিকার ঘরে দুজনে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়তেই হইচই। প্রেমিকার বাড়ি থেকে বিয়ের চাপ। প্রেমিকের বাড়ি জানিয়ে দেয়, নাবালকের বিয়ে দেওয়া হবে না।
প্রেমিকার বাড়ির লোক ধর্ষণের অভিযোগ করে দিলেন। প্রেমিকের বাড়ির লোক নাবালকের বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন।
পুলিশ দুই অভিযোগই তদন্ত শুরু করেছে।
প্রেমিক আপাতত জুভেনাইল হোমে। দিনহাটার ঘটনা। দশমীর দিন ঘটেছে।