আমুদরিয়া নিউজ : পাঁচ বছর পর পুরোনো কোচ ক্লজ বার্তোনিৎজের সঙ্গ ছাড়লেন নীরজ চোপড়া। নতুন কোচ বিশ্বসেরা জ্যাভলিন থ্রোয়ার ইয়ান জেলেজানি, যিনি কি না ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালে অলিম্পিকে সোনা জিতেছেন। ১৯৯৬ সালে জার্মানিতে তাঁর ৯৮.৪৮ মিটারের বর্শা নিক্ষেপের রেকর্ড আজও বিশ্বরেকর্ড।ছোটবেলার সেই ‘আইকন’কেই কোচ হিসেবে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বুদাপেস্টের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সদ্য সোনাজয়ী প্রথম ভারতীয় নীরজ। নীরজের সাথে কাজ করবেন বলে মুখিয়ে রয়েছেন ইয়ানও।