আমুদরিয়া নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৭ মার্চ বাংমলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিতে গিয়ে মা কালীর প্রতিমায় একটি সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই মুকুট চুরি হয়ে গিয়েছে। শ্যামনগরের শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দিরের ঘটনা।
মন্দিরের দিলীপ ব্যানার্জি জানান, তিনি সেবায়েত রেখা রানি সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি চলে যান। শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দির মা কালীর ৫১ পীঠের অন্যতম একটি পীঠ।