আমুদরিয়া নিউজ : বছরের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের সব কটি জেলায অন্তত একটি করে শপিং মল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেছেন, রাজ্য প্রতি জেলায় শপিং মলের জন্য জমির ব্যবস্থা করে দেবে। বিধি মেনে শপিং মল গড়বে কোনও বেসরকারি সংস্থা। শর্ত থাকবে শপিং মলে অন্তত দুটি ফ্লোরে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের তৈরি জিনিসের প্রদর্শনীর জন্য রাখতে হবে।