আমুদরিয়া নিউজ : চুচুঁড়া খাদিনা মোড়ের বাসিন্দা ইউটিউবার কুন্তলের বিয়ে। কনে বুনোকালীতলার পায়েল সাধুখাঁ। দামী গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, এমনকি গরুর গাড়িতে চড়েও বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু এখানে পে লোডারে চেপে উপস্থিত বর! এই প্রসঙ্গে তাঁর পরিষ্কার মন্তব্য, হাতের পাঁচটা আঙুল সমান হয় না। কে কী ভাবল, কে ট্রোল করল, তাতে ডোন্ট কেয়ার।
