আমুদরিয়া নিউজ : অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি এভাবে মানা সম্ভব নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্নের বৈঠকে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবির কথা তোলেন জুনিয়র ডাক্তাররা।
তাঁরা অভিযোগ করেন, স্বাস্থ্য সচিব দুর্নীতিতে জড়িত। এমন নথিও রয়েছে বলে দাবি করেন তাঁরা। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অভিযোগ উঠলেই কারও বিরুদ্ধে পদক্ষেপ হয় না৷ এটাও বলেন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব জুনিয়র ডাক্তারদের অধীনেন নন, তিনি মুখ্য সচিবের অধীনে কাজ করেন।