আমুদরিয়া নিউজ : আর জি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার নাম প্রকাশ করায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার পরবর্তী শুনানি আগামী সোমবার।
সে দিন রাজ্যের তরফে কি জানানো হয় সে দিকে তাকিয়ে রয়েছেন কৌতুহলীরা।শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি জানান, সুপ্রিম কোর্টও শুনানি করতে বাধা নেই বলে মত দিয়েছে। এই পর্বে শুনানির পরে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ রাজ্যের কৌঁসুলিকে বিনীত গোয়েলকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। সোমবার শুনানি হবে।