আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টে এসএসসি-তে চাকরি বাতিল মামলার শুনানি হল না মঙ্গলবার। ফলে, ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে না ফিরে পাবেন সেই প্রশ্নের উত্তর ঝুলে রইল। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি ওঠে। সে সময়ে বেঞ্চ জানিয়ে দেয়, আবেদনকারীদের বক্তব্য নথিভুক্ত হয়েছে। এবার অন্য পক্ষদের বক্তব্য পেশ করতে হবে। তখনই ঠিক হয়, আগামী মঙ্গলবার দুপুরে শুনানি হবে। এদিকে, আজই সিবিআইকে সর্বোচ্চ আদালতে জানাতে হবে, যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা যাবে কি না সেই বিষয়ে।
