আমুদরিয়া নিউজ : হিজবুল্লাহের মতো সশস্ত্র সংগঠন নিজেদের নেতাকে বাঁচাতে পারল না কেন! না হলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হবেন কেন হিজবুল্লাহের প্রধান হাসান নাসরুল্লাহ। যিনি হিজবুল্লাহের সর্বোচ্চ পদে ছিলেন। প্রায় তিন দশক ধরে সশস্ত্র গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁকে আকাশ থেকে বোমা ফেলে মারাটা অত সহজ ছিল কি! আসলে ইসরায়েল কীভাবে, কি করেছে!
ইসরায়েল অন্তত ৮৫টি বোমা আকাশ থেকে ফেলেছে বেইরুটের হিজবুল্লার সদর দফতরের চারদিকে। একেকটি বোমার ওজন ১ টন। তা হলে ৮৫ টন বোমা ফেলা হয়েছে বিমান থেকে। বিমান থেকে বোমা ফেলা হয়েছে হিজবুল্লার দফতরের চারপাশে এমনভাবে যাতে বোমার আঘাতে বড় বড় গর্ত হয়ে যায়। ফলে আশেপাশের বাড়ি ওই গর্তে হেলে ধসে পড়বে। তার উপরে ফের বোমা ফেললে সব চাপা পড়ে যাবে।
কাতারের একটি সংবাদ সংস্থা দাবি করেছে, ইসরায়েল এমন ছক কষেই হামলা চালিয়েছে। তারা সন্দেহ করছেন, হামলায় ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। একেকটি বোমার ওজন ছিল এক টন। যে দু ধরনের বোমা ব্যবহার হয়েছে, একটি আমেরিকায় তৈরি হয়। আরেকটি ইসরায়েলের রাফায়েল সংস্থা তৈরি করে।