আমুদরিয়া নিউজ : তেলেঙ্গানার প্রাক্তন বিআরএস বিধায়ক চেন্নামানেনি রমেশের ভারতীয় নাগরিকত্ব কেড়ে নিল সে রাজ্যের হাইকোর্ট। সেই সঙ্গে প্রাক্তন বিধায়ককে জার্মান নাগরিক বলে ঘোষণা করেছে উচ্চ আদালত। এবং নাগরিকত্ব গোপন করা এবং বিচার বিভাগকে বিভ্রান্ত করার দায়ে প্রাক্তন বিধায়ককে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে হাইকোর্ট।
সম্ভূত, এটাই ভারতের প্রথম ঘটনা, যেখানে প্রাক্তন কোনও বিধায়ক নাগরিকত্ব খারিজ হল। ২০১৯ সালে কেন্দ্র রমেশের ভারতীয় নাগরিকত্ব বাতিল করে। রমেশ তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট রমেশের ভারতীয় নাগরিকত্ব বাতিল করার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তকে বহাল রেখেছে। তাঁকে জার্মান নাগরিক বলে ঘোষণা করেছে। তিনি জার্মানিতে কাজ করতেন এবং বিয়ে করার পর সেখানেই সংসারী হন। ২০০৮ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব পান। ২০০৯ সালে তিনি ভেমুলাওয়াড়া থেকে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা চারবার সেখান থেকে বিধায়ক হয়েছিলেন। জানা গিয়েছে, যে ২০০৮ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়া সত্ত্বেও রমেশ তাঁর জার্মান পাসপোর্ট এবং নাগরিকত্ব বজায় রেখেই বিপাকে পড়লেন।