আমুদরিয়া নিউজ : কোনও মহিলার প্রতি শরীর নিয়ে মন্তব্য করাটাও যৌন হেনস্থার সমতুল্য বলে মত প্রকাশ করল কেরল হাইকোর্ট। কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদে কর্মরত এক মহিলার দায়ের করা মামলার প্রেক্ষাপটে ওই রায় দিয়েছে হাইকোর্ট। মহিলার অভিযোগ, ওই পুরুষ সহকর্মী তাঁর ফিগার দারুণ বলে বারেবারে মন্তব্য করতেন। ২০১৩ সাল থেকে মহিলাকে শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেছেন। পরে ২০১৬ এবং ২০১৭ সালে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন। ভয়েস কলেও সহকর্মী মহিলাকে উত্যক্ত করতেন বলে অভিযোগ। তাই মহিলা মামলা দায়ের করেন।
কিন্তু, অভিযুক্ত যুবকের আইনজীবী দাবি করেন, কোনও মহিলার শারীরিক গঠনের প্রশংসা যৌন হেনস্থা হতে পারে না। তাঁর দাবি, ওই যুবক মহিলার শরীরের গঠন সুন্দর এ কথা বলে প্রশংসা করেছেন। কেরল হাইকোর্টের বিচারপতি এ বদরুদ্দিন শুনানির পরে জানিয়ে দেন, মেয়েদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা যৌন হেনস্থার সমতুল্য। কোনও মহিলার শারীরিক গঠন নিয়ে মন্তব্য আসলে যৌনগন্ধী। সে জন্য শাস্তিও হতে পারে মন্তব্যকারীর।