আমুদরিয়া নিউজ : জাপানের এক ব্যক্তিকে নিযে হইচই পড়েছে। সম্প্রতি একজনের বাড়িতে জবরদস্তি ঢুকে পড়ার অভিযোগে পুলিশ তাকে ধরেছে। তাকে জেরায় জানা গিয়েছে, অন্যের বাড়িতে ঢোকাই তার শখ। সে দাবি করেছে, অন্যের বাড়িতে ঢুকে পড়ে সে দেখতে চায় তাকে কেউ দেখতে পেল কি না। তাতেই তার উত্তেজনা হয়। হাতে ঘাম হয়। মানসিক শান্তি পায় সে।
এভাবে সে এক হাজার বাড়িতে ঢুকেছে বলে দাবি করেছে। সে পুলিশকে বলেছে, কারও বাড়িতে চুপ করে যখন ঢুকি, কেউ আমাকে দেখতে পাবে কি না তা ভেবে খুব রোমাঞ্চিত হই, তালু ঘেমে যায়। তখন আমার মানসিক শান্তি হয়।