আমুদরিয়া নিউজ : রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্বামী স্ত্রী। স্বামীর পিঠে ব্যাগ ছিল। মাথায় চাপানো সুটকেস। স্ত্রীর কাছে কোনও জিনিসপত্র ছিল না। স্বামী হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। স্ত্রী মাঝ রাস্তায় এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দাঁড়িয়ে পড়েন। ওই ব্যক্তি মহিলাকে জিজ্ঞাসা করে, ব্যাগপত্র নিয়ে উনি কে ? মহিলা বলেন, উনি আমার স্বামী। ব্যক্তি মাথা নেড়ে বলেন, বেশ সাদাসিধে লোক তো! স্বামী এবার দাঁড়িয়ে পড়েন। স্ত্রী ততক্ষণে কথা বলা শেষ করে স্বামীর কাছাকাছি চলে আসেন। স্বামী জিজ্ঞাসা করেন, ওই লোকটা কে ? স্ত্রী বলেন, আমার ছোটবেলার বন্ধু। স্বামীর প্রশ্ন, কী বলল বন্ধু ? স্ত্রী ক্ষুণ্ণ হয়েই বলেন, বলল ওর সঙ্গে বিয়ে হলে হেঁটে যেতে হত না। স্বামী বলেন, তাই বলল। আচ্ছা ঠিক আছে বস। বলে স্বামী ঝুঁকে পড়েন। স্ত্রী এবার স্বামীর পিঠে চেপে বসেন। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, টুপি পড়ানোর ভাল লোকই পেয়েছেন বউ।
