আমুদরিয়া নিউজ : স্ত্রী দাঁড়িয়েছিলেন। স্বামী বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন। বাইক স্টার্টই হচ্ছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পর স্ত্রী বললেন, এই নাও বাইকের চাবি। বাইকে লাগিয়ে একবার স্টার্ট দেওয়ার চেষ্টা কর। স্বামী তাই করলেন। বাইক স্টার্ট হয়ে গেল। স্ত্রী বললেন, এই চাবিটা দেখে কী বুঝলে ? স্বামী বললেন, তুমিই বল। স্ত্রী বললেন, চাবি আর বাইক হল স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। স্ত্রী হল এই চাবিটা। আর স্বামী হল বাইক। চাবি ছাড়া যেমন বাইক চলে না, তেমনি স্ত্রী ছাড়া সংসার চলে না। তাই স্ত্রীর যা যা চাই তা স্বামীকে কিনে দেওয়া উচিত। স্বামী বললেন, রোসো। দেখাচ্ছি। এরপর স্বামী বাইক থেকে নেমে বাইকের কিছু তার জোড়া লাগালেন। এরপর চাবি ছাড়াই বাইক স্টার্ট দিয়ে দেখালেন। স্ত্রীকে বললেন, চাবি না থাকলে বাইক ডাইরেক্ট স্টার্টও হতে পারে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, নীতিশিক্ষাটা বেশিই হয়ে গিয়েছিল।
