আমুদরিয়া নিউজ : আচমকাই গত ৩ ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তা নিয়ে দেশ জুড়ে হইচই, প্রতিবাদ হয়। ইউন দাবি করেছিলেন, উত্তর কোরিয়া দখল করার ছক কষেছে বলে তিনি জরুরি অবস্থা জারি করেছেন। তাতেও প্রতিবাদ, বিক্ষোভ কমেনি। তাই কয়েক ঘণ্টার মাথায় জরুরি অবস্থা প্রত্যাহার করে বাধ্য হন। এর পরে ১৪ ডিসেম্বর সে দেশের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে তিনি সাময়িকভাবে বরখাস্ত হন। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তিনি নিজের সুরক্ষা বলয়ে ঢুকে বসেছিলেন। এর পরে দু দফায় অভিযান চালিয়ে বুধবার তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনী।
