সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম ২২ নভেম্বর: কুমারগ্রাম ব্লকের রায়ডাক, তুরতুরিখন্ড, জয়ন্তী চা বাগান এলাকায় দিন দিন বাড়ছে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই এলাকাগুলিতে ম্যালেরিয়া জ্বরে আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য গায়েন জানান ম্যালেরিয়া প্রতিরোধে ব্লক স্বাস্থ্য দপ্তর এর কর্মীরা আক্রান্ত এলাকা গুলিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন।
তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন, জ্বরে আক্রান্ত হলেই কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করানোর জন্য সকলকে বলা হচ্ছে।পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা চলছে। আক্রান্ত এলাকা গুলির বাসিন্দাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ব্লক স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে ম্যালেরিয়ার ওষুধ ও মশারি বিলি করা হচ্ছে আক্রান্ত এলাকা গুলিতে। ম্যালেরিয়া প্রতিরোধে বাড়ির আশেপাশে যাতে জল না জমে সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারন ম্যালেরিয়ার বাহক মশাদের প্রজনন ক্ষেত্র এই জমা জল। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে, উদ্বেগের কোনো কারন নেই।।