আমুদরিয়া নিউজঃ গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রার শখ মেটাতে হলে আসতে হবে জলপাইগুড়ি। এবার কালীপুজোতে এই অভাবনীয় থিম করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জাগরণী ক্লাব। ৪৮ তম বর্ষে বিগ বাজেটের এই পুজোতে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রার অনুভূতি পাবেন। কলকাতার শিল্পী সুবল পাল এই শিল্প ভাবনাকে নিখুঁত করে ফুটিয়ে তুলতেন। মেট্রোয় বাতানুকূল কামরা, বসার সিট, দাঁড়িয়ে যাওয়ার জন্য ঝোলানো হাতল রয়েছে।
থাকছে প্লাটফর্ম, চলমান সিঁড়ি, রুট চার্ট। থিমের সঙ্গে সাযুজ্য রেখে আলো ও শব্দের মধ্যে দিয়ে গঙ্গার নিচের পরিবেশ, মেট্রো যাত্রার অনুভূতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেট্রো যাত্রার অনুভূতি নিতে দর্শকদের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের থিম উত্তরবঙ্গে প্রথম বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পুজোর কয়েকটি দিন এই মন্ডপে জন জোয়ার ঘটবে বলে মনে করছেন তারা।