আমুদরিয়া নিউজ : ইন্ডিয়া জোট লোকসভা ভোটে একসঙ্গে লড়লেও দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং আম আদমি পার্টির আক্রমণ-প্রতি আক্রমণ দেখে এই মন্তব্য করলেন কনফারেন্স। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি বৃহস্পতিবার বলেছেন, লোকসভার পরে ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি। কর্মসূচিও ঠিক হয়নি। শুধু লোকসভা ভোটের জন্য জোট হয়ে থাকলে অন্য ব্যাপার। এখন জোট শরিকরা একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানালে সেটা ভাল নয়। তা হলে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত বলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। আসলে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি এবং কংগ্রেস একে অন্যকে আক্রমণ করে চলেছে।