আমুদরিয়া নিউজ: লেবাননে বন্দী ২১ বছর বয়সী ইয়াজিদি তরুণীকে অভিযান চালিয়ে উদ্ধার করে ফেরালো ইজরায়েলি সেনাবাহিনী। জানা গিয়েছে, আইএসআইএস দ্বারা পাচারের পর গাজায় এক দশকেরও বেশি সময় ধরে হামাসের হাতে বন্দী ছিলেন ওই তরুণী।
সূত্রের খবর অনুযায়ী, ফওজিয়া আমিন সিডো নামের ওই তরুণী সংবাদ মাধ্যমকে জানান, ২০১৪ সালের অগাস্ট মাসে তাকে শিশু অবস্থায় অপহরণ করে আইএসআইএস, তারপর তাকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। তার ওপর লাগাতার চলে যৌন অত্যাচার। কল্পনাতীতভাবে অবশেষে ঘরে ফিরে ইজরায়েলি সেনাদের ধন্যবাদ জানিয়েছেন সিডো।