আমুদরিয়া নিউজ : কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সাজাপ্রাপ্ত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। বৃহস্পতিবার নিজের দায় স্বীকার করে তিনি ছেলের মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেছেন, এই কেলেঙ্কারি তিনি শুরু করেননি বা এর মাস্টারমাইন্ড নন। তবুও ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে তাঁর আমলে যে বহু কোটি ডলারের নয়ছয় হয়েছে সে জন্য তিনি মালয়েশিয়ার জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন।
২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে দেশটির প্রধান উন্নয়ন তহবিল থেকে ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি আত্মসাতের অভিযোগ ওঠে। সরাসরি ১০ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া যায় নাজিবের বিরুদ্ধে। ৬টি দেশে দুর্নীতির তদন্ত হয়।পরে বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রা পাচারের দোষে ২০২০ সালে তাঁর ১২ বছরের কারাদণ্ড হয়। সঙ্গে জরিমানা। তাঁর আবেদন পেয়ে মালয়েশিয়ার আগের রাজাকে নিয়ে গঠিত একটি বোর্ড সাজা কমিয়ে অর্ধেক করেছে। তিনি জেলেই আছেন।