আমুদরিয়া নিউজঃ আজ বড়দিন। সারা বিশ্বের সঙ্গে বড়দিনের উৎসবে মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে জলপাইগুড়ি বাসীর জন্য ক্রিসমাসের আনন্দ দ্বিগুণ হতে চলেছে। আজ থেকে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্তা পাড়ায় শুরু হচ্ছে খাদ্য মেলা আহারের বাহার। ২৯ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী এই খাদ্য মেলা চলবে। এই খাদ্য মেলা উপলক্ষে মঙ্গলবার জলপাইগুড়ির সমাজ পাড়া আইএমএ ময়দান থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে সেই শোভাযাত্রা গোমস্তা পাড়া বিবেকানন্দ লেন মেলা প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়।
জানা গিয়েছে, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা প্রশাসন সহ ১১ টি দফতরের সহযোগিতায় এই খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় এই গ্রাম পঞ্চায়েতের ৩১ টি মহিলা স্বনির্ভর দলের স্টল থাকছে। স্বনির্ভর দলের মহিলাদের তৈরি বিভিন্ন ধরণের খাবার সাধারণ মানুষ ন্যায্য দামে কিনে স্বাদ নিতে পারবেন।
এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তাই একদিকে বড়দিনের উৎসব, অন্যদিকে মেলার অনুষ্ঠান উপভোগ করা, খাওয়া দাওয়া সবমিলিয়ে ভরপুর আনন্দে মাততে চলেছে জলপাইগুড়ির সাধারণ মানুষ। গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের খাবারের স্টল থাকছে। নানা ধরণের সুস্বাদু খাবার সুলভ মূল্যে এই মেলায় পাওয়া যাবে। জেলা শাসক ম্যাডামের সহযোগিতায় ১১ টি দফতরের সহযোগিতায় তারা এই খাদ্য মেলার আয়োজন করেছেন। এর ফলে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপকৃত হবেন।