আমুদরিয়া নিউজ : ‘একলা চলো’ বিতর্কের পর এবার নয়া বিতর্কের মুখে কপিল শর্মা শো। নতুন ছবির প্রচারে সম্প্রতি শোয়ে হাজির হয়েছিলেন তৃপ্তি ডিমরি, বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। আচমকাই সেখানে হাজির হয়ে তৃপ্তিকে অ্যানিম্যাল-এর দৃশ্য নিয়ে প্রশ্ন করে বসেন সুনীল গ্রোভার। অ্যানিম্যালে যা হয়েছে, তা কি রিয়েল লাইফেও হয়? বলাই বাহুল্য, এই আপত্তিকর প্রশ্নে লজ্জায় কোনরকম উত্তর দিতে পারেননি তৃপ্তি। ক্ষুব্ধ দর্শকদের অভিমত, কমেডির নামে শোতে ডেকে মহিলাদের অসম্মান করা হচ্ছে।