আমুদরিয়া নিউজ :আসন্ন রাষ্ট্রপতি পদের নির্বাচনে একটা ফ্যাক্টর হল এলজিবিটি কিউ সম্প্রদায়। কারণ, আমেরিকার জনসংখ্যার ৭.৬% এলজিবিটিকিউ সম্প্রদায়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই ২০২৩ সাল থেকে ৫০০টিরও বেশি চরম এলজিবিটিকিউ বিরোধী বিল চালু করার চেষ্টা করেছে রিপাবলিকান পার্টি। ফলে সংখ্যালঘু অথচ গুরুত্বপূর্ণ এই গোষ্ঠীর ভোট ডেমোক্রেটিক পার্টির পক্ষে যেতে পারে।
রিপাবলিকানরা এলজিবিটিকিউ সম্প্রদায়কে প্রায় দেখতেই পারে না। প্রতি পদে তাঁদের বাধা দিতে চায় বলে অভিযোগ। খেলাধূলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ বন্ধ করাতে চায় তারা।
অথচ এলজিবিটিকিউএর সমস্যাগুলি নিয়ে সোচ্চার হন ডেমোক্র্যাটরা। যেমন, সমকামী বিবাহের পক্ষে দীর্ঘদিন ধরে লড়েছেনে আইনজীবী কমলা হ্যারিস। তাঁর মতে, ভালোবাসার স্বাধীনতা রয়েছে সকলেরই। সকলকে তিনি বলেন, প্রকাশ্যে গর্বের সাথে ভালোবাসার কথা বলতে হবে। সান ফ্রান্সিসকোতে জেলা অ্যাটর্নি হিসেবে দেশে প্রথম সমকামী বিয়ে পরিচালনা করেন কমলা। তাঁর তৈরি একটি বিল এলজিবিটিকিউ আমেরিকানদের শিক্ষা, ফেডারেল তহবিল, কর্মসংস্থান, আবাসন, ক্রেডিট এবং জুরি সিস্টেমের মতো যাবতীয় সুবিধা দেবে। লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ করতে ফেডারেল নাগরিক অধিকার আইনকে প্রসারিত করবে।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ট্রান্সজেন্ডার ইস্যুগুলোর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। তিনি এলজিবিটিকিউ সম্প্রদায়ের সামরিক বাহিনীতে যোগদানের ওপর নিষেধাজ্ঞা আবার জারি করাতে চান। এলজিবিটিকিউদের যাবতীয় কাজকর্ম খোলাকুলি হোক তা হতে দিতে চান না ট্রাম্প বলে মনে করেন সেই সম্প্রদায়ের অনেকেই।
সব মিলিয়ে এলজিবিটিকিউরা যে কমলা হ্যারিসের দিকে ঝুঁকে তার সঙ্গত কারণ কিন্তু দেখা যাচ্ছে বলে ধারণা অনেকেরই।