আমুদরিয়া নিউজ : বিছানায় বসে ছিল সে। তার মালিক সামনে আসতেই তার বুকে দুপা ঠেকিয়ে উঠে পড়ে। তারপর শুরু হয় হুলুস্থুল। লাফিয়ে কখনও বিছানায়। আবার এক লাফে কখনও মাটিতে, আবার পরক্ষণেই বিছানায়। কিছুক্ষণের মধ্যেই অস্থির করে তোলে তার মালিককে। মালিকও তালে তালে নাচতে শুরু করেন তাকে দেখে। তার সাধের কুকুরটির এই কাণ্ড দেখে তিনিও হতবুদ্ধি। এটাকে কী বিড়ম্বনা বলবেন, না কি পোষ্যের আহ্লাদ বলবেন ঠাহর করতে পারেন না তিনি। নেটিজেনদের অত্যন্ত আদরের ভাইরাল হওয়া এই ভিডিওটির ক্যাপশন, এই মানুষটির স্ত্রী প্রয়াত হওয়ার পর কুকুরটিই তাঁর সারাক্ষণের সঙ্গী।
