আমুদরিয়া নিউজ : দুই পরিবার মেনে নেয়নি বলে প্রেমিক-প্রেমিকা ঠিক করেছিল একসঙ্গে আত্মঘাতী হবে। কিন্তু, প্রেমিক গুলি করে প্রেমিকাকে মেরে নিজে পালিয়ে যায়। মধ্যপ্রদেশের ছাতারপুরে গত শুক্রবারের ঘটনা। পরে পুলিস তদন্তে নেমে প্রেমিককে ধরেছে। প্রেমিকের নাম সচিন যাদব। প্রেমিকার নাম মীরা (২৬). ধৃত পুলিশকে জানিয়েছে, প্রেমিকাকে মারার পরে সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল।
