আমুদরিয়া নিউজ : পরকিয়া প্রেমে ফাটল ধরায় প্রেমিকা, তাঁর স্কুল শিক্ষক স্বামী ও দুই মেয়েকে গুলি করে মেরেছে এক যুবক। উত্তরপ্রদেশের আমেথির ঘটনা। ঘটনার পরে ওই প্রেমিক নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু, গুলি ফসকে যায়। পিস্তলে আর গুলিও ছিল না। সে তখন পালায়। কিন্তু, পুলিশ তদন্তে নেমে ওই ব্যক্তির নাম জানতে পারে। শুক্রবার নয়ডার কাছে একটি টোল প্লাজায় তাকে গ্রেফতার করে। তার নাম চন্দন ভার্মা।
নিহত বধূর নাম পুনম কুমারী (৩২), তাঁর স্বামীর নাম সুনীল কুমার (৩৫। তাঁদের দুই মেয়ের বয়স ৫ ও ৭ বছর। পুলিশের দাবি, চন্দন ধরা পড়ার পরে পুলিশকে জানিয়েছে, তার সঙ্গে পুনমের প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাতে চিড় ধরে। এর পরে চন্দন একদিন ওই বাড়িতে গিয়ে তাদের জাত তুলে গালি দেয় তা নিয়ে মামলা হয়। চন্দন তার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে কদিন আগে লেখে, ৫ জন মানুষ চিরতরে দুনিয়া থেকে সরতে চলেছে। পুলিশের সন্দেহ, চারজনকে মেরে চন্দন নিজেকেও খুনের ইঙ্গিত দিয়েছিল। ওই পোস্টের কদিন পরেই চন্দন পিস্তল নিয়ে ওই বাড়িতে চড়াও হয়ে চারজনকে খুন করে।