আমুদরিয়া নিউজঃ মহা সমারোহে সূচনা হল কোচবিহার জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবে। শুক্রবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিলকির হাট কান্তেশ্বরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসবের সূচনা হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে এই উৎসব চলবে।
এদিন এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জন প্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক ও আরও অনেকে। এদিন চালুন কুলা নিয়ে বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।
এছাড়া আদিবাসী নৃত্য ও ধামসা-মাদোল, ঢাক-ঢোল সুরে জমজমাট ছিল উৎসব প্রাঙ্গন। তিন দিনের এই উৎসবে কোচবিহার জেলার লোক সংস্কৃতি সহ আদিবাসী জন জাতির সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হবে। এর পাশাপাশি এই অঞ্চলের বহু পুরোনো যাত্রা পালা মঞ্চস্থ হবে। এই উৎসবের মাধ্যমে এই জেলার লোক ও আদিবাসী সংস্কৃতির আনন্দ উপভোগ করতে পারবেন দর্শকরা।